Cvoice24.com

নাশকতার মামলায় মামুনুল হক ফের রিমান্ডে 

সিভয়েস ঢাকা

প্রকাশিত: ১৩:২৬, ৪ মে ২০২১
নাশকতার মামলায় মামুনুল হক ফের রিমান্ডে 

মামুনুল হক

মাওলানা মামুনুল হককে ফের পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টার দিকে হেফাজতে ইসলামের এই নেতাকে পুলিশি নিরাপত্তায় ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়।

পল্টন থানার নাশকতার দুই মামলায় পরে মামুনুল হকের ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এ নিয়ে মামনুল হককে মোট তিন দয়ায় রিমান্ডে নেওয়া হলো।

রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে গত ১৮ এপ্রিল দুপুরে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় সারাদেশে ১৭ জনের মৃত্যু হয়। এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা মনে করছে পুলিশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়