Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

স্বাভাবিক সময়ের মতো জীবনযাপনের সুযোগ নেই : আ জ ম নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১১ মে ২০২১
স্বাভাবিক সময়ের মতো জীবনযাপনের সুযোগ নেই : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, পবিত্র রমজান মাস শেষ হবার আর মাত্র কয়েকটি দিন বাকি। এখনই হিসাব মিলাতে হবে। এই ক্ষমা ও পূণ্য লাভের মাসে আমাদের অর্জন কতটুকু? খোদার কাছ থেকে কি নিজেকে মাফ করিয়ে নিতে পেরেছি?

তিনি বলেন, বিজ্ঞানীদের আশংকা এই অঞ্চল মহামারির সংক্রমণ দীর্ঘদিন চলমান থাকতে পারে। তাই স্বাভাবিক সময়ের মতো জীবনযাপন করার কোন সুযোগ নেই। করোনা থেকে রক্ষা পেতে হলে খোদার কাছে ক্ষমা চান।

মঙ্গলবার (১১ মে) দুপুরে নগরের মোহাম্মদপুর ডিঙ্গি কার্যালয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, নগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট এইচএম জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

এদিকে একইদিন দুপুরে ২৭নং দক্ষিণ আগ্রাবাদে ছোটপুল এলাকায় অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আজাদ রহমানের সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট এইচএম জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজিত দাশ, সুমন দেবনাথ, রুবেল আহমেদ বাবু, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মো. আরিফুর রহমান, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে বিআরটিসি ফলমন্ডি এলাকায় সামাজিক সংগঠন মিশুক’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশু ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সমাজসেবক আবদুল বারী’র সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বক্তব্য রাখেন। এতে মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদ, মো. ইছা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সামাদ, অপরাজেয় বাংলাদেশ বিভাগীয় সমন্বয়ক মাহবুব আলম, জিন্নাত আরা, আসিবুল আলম, এস.এম হুমায়ূন কবির আজাদ, মো. আলম, মোরশেদ খান, আদনান সোহেল, সাঈদ ইসলাম হিসাম, ইমরান সাকিব, মহিন আহমেদ চৌধুরী, সৈয়দ নাহিদ, মো. মহিন, আলী আজম, মো. জাকির, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়