Cvoice24.com

চকবাজারের উপ নির্বাচনে একক প্রার্থী দিবে না আওয়ামী লীগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ১১ সেপ্টেম্বর ২০২১
চকবাজারের উপ নির্বাচনে একক প্রার্থী দিবে না আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় তকমা লাগিয়েই কাউন্সিলরের চেয়ারে বসতে চান ২১ জন। সেই তালিকায় প্রয়াত মিন্টুর স্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন নেতা যেমন আছেন তেমনি দলের কোন পদে না থেকেও দলীয় তকমা গায়ে মেখে নির্বাচনী দৌঁড়ে মাঠে নেমেছেন অনেকে। তবে গত মার্চে অনুষ্ঠিত চসিক নির্বাচনে দল থেকে কাউন্সিলরদের একক সমর্থন দিলেও এই উপ নির্বাচনে কাউকে সমর্থন দেওয়া হচ্ছে না। প্রার্থীদের নিজ যোগ্যতায় উন্মুক্ত নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে জিতে আসতে হবে। আওয়ামী লীগও দেখতে চায়, কোন প্রার্থীর যোগ্যতা কতটুকু। 

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১১ সেপ্টেম্বর পর্যন্ত উপ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন নিয়েছেন মোট ২৫ জন। এরমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিচয়ে ২১ জন, বিএনপি থেকে ১ জন ও স্বতন্ত্র থেকে ৩ জন।

আওয়ামী লীগ পরিচয়ে ২১ জন মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—  মো. সেলিম রহমান, কায়ছার আহমেদ, আবুল কালাম চৌধুরী, শওকত ওসমান, নূর মোস্তফা টিনু, মো. নাজিম উদ্দীন, মো. নোমান চৌধুরী, মো. শাহেদুল আজম শাকিল , দেলোয়ার হোসেন ফরহাদ, মো. মজিবুর রহমান, মো. আজিজুর রহমান, খালেদ জামাল, মো. আব্দুর রউফ, মেহেরুন্নিছা খানম, কাজল প্রিয়া বড়ুয়া, মো. নুরুল হুদা, মো. ওমর ফারুক, কাজী মো. ইমরান, মো. রুবেল ছিদ্দিকী, মো. দেলোয়ার হাছান ও মো. জসিম উদ্দিন।

এছাড়া আওয়ামী লীগের ২১ জন মনোনয়ন প্রত্যাশীর বিপরীতে এখন পর্যন্ত বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন একেএম সালাউদ্দিন কাউছার লাবু। যিনি গতবারও নির্বাচনে মিন্টুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. জাবেদ, জামশেদ নেওয়াজ ও মো. আলি আকবর হোসেন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সিভয়েসকে বলেন, ‘চকবাজারের উপ নির্বাচনটা আমরা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বলতে গেলে আমাদের কোন পরিকল্পনা বা সিদ্ধান্তই নেই এই নির্বাচন নিয়ে। সেখানে আমাদের অনেক নেতাকর্মী প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা যে যার মত নির্বাচন করুক। উন্মুক্তভাবে ভোটে যে জিতে আসতে পারে। তখন বুঝা যাবে কে যোগ্য?’

তিনি আরও বলেন, ‘আমাদের কেন্দ্র থেকেও কোনও নির্দেশনা দেয়নি। আবার আমাদেরও সেরকম কাউকে সমর্থন দেওয়ার চিন্তাভাবনা নেই। এখন যে জিতে আসতে পারে তাকেই আমরা স্বাগতম জানাব।’ 

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রীসহ শনিবার পর্যন্ত ২৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৭ অক্টোবর এ ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরম জমাদনের শেষ দিন ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বাছাই হবে ১৪ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর।

সর্বশেষ

পাঠকপ্রিয়