Cvoice24.com

১২ অক্টোবর থেকে দল গোছাবে নগর আওয়ামী লীগ, তৃণমূলেই নজর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
১২ অক্টোবর থেকে দল গোছাবে নগর আওয়ামী লীগ, তৃণমূলেই নজর

আগামী ১২ অক্টোবর থেকে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন শুরুর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিভিন্ন ওয়ার্ডের নেতাদের মধ্যে আবদুল মান্নান চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, আবদুস শুক্কুর ফারুকী, আইয়ুব খান, খালেদ হোসেন মাশুক, শামসুল আলম, আবদুর রহিম, শেখ সরওয়ার্দী, সরওয়ার মোরশেদ কচি, ইকবাল চৌধুরী, আসলাম সওদাগর, নুরুল আমিন কালুসহ ৪৩ জন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিরোধ-বিভেদ শুধরে সামনের দিকে এগুতে হবে। আমাদের সামনে কঠিন সময়ের চ্যালেঞ্জ। মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দলের মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি বড় করে দেখা অবকাশ নেই।’

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সভায় সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত হয়েছে, তা সবাইকে অবশ্যই মেনে নিতে হবে। বিশৃঙ্খলা-বিভেদ কখনোই মেনে নেওয়া হবে না। যারা দলে থেকে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করবেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা দায়িত্বে থেকে সংগঠনের কাজ নিয়ে অবহেলা করেন এবং বিভিন্ন অজুহাত সৃষ্টি করেন তারা দয়া করে পদ থেকে সরে দাঁড়ান।’

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যারা দলের গুরুত্বপূর্ণ পদ-পদবীতে আছেন, তাদের আরও সচেষ্ট হতে হবে দায়িত্ব পালনের ক্ষেত্রে। অনুপ্রবেশকারী যাতে দলে ঢুকতে না পারে সেজন্য কঠোর অবস্থান নিতে হবে।’

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য বদিউল আলম, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী।


 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়