Cvoice24.com

চমেকে সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ২২ নভেম্বর ২০২১
চমেকে সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল গেট

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পর ৩০ অক্টোবর কলেজ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গঠিত তদন্ত কমিটি আরও দশ দিনের সময় বাড়িয়ে নেয়। সেই সময়সীমার শেষ দিনে সোমবার (২২ নভেম্বর) এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। 

বিষয়টি নিশ্চিত করেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। এ তদন্ত কমিটির প্রধান ছিলেন চমেকের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মতিউর রহমান খান। তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে গঠিত কমিটির কেউই মুখ খুলতে চাননি।

এ বিষয়ে চমেক অধ্যক্ষ ডা. সাহানা বলেন, ‘আজ হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি, তবে রিপোর্ট সিলগালা থাকায় প্রতিবেদনে কি লেখা আছে জানা যায়নি। আগামীকাল মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভা আছে। সেখানে এ বিষয়ে কথা হবে।’

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়