Cvoice24.com

খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা— সন্দেহ ফখরুলের

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২৫ নভেম্বর ২০২১
খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা— সন্দেহ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাগারে বন্দী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জোনিং করা হয়েছিল কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে।

যুবদলের সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, ‘গুম-খুন করা সরকারের দ্বারা সবকিছুই সম্ভব। তার এখন বিদেশে চিকিৎসা ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু সরকার তা দিচ্ছে না।

বিএনপি আর ঘরে বসে থাকবে না, সামনে আরো শক্তি নিয়ে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়