Cvoice24.com

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন সাজিদুর রহমান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ নভেম্বর ২০২১
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন সাজিদুর রহমান

ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমান

হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা যাওয়ায় পর হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি বলেন, যুগ্ম মহাসচিবদের মধ্যে সাজিদুর রহমান সাহেব সবার সিনিয়র। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ওনাকেই দায়িত্ব দেয়া হতে পারে। 

এর আগে সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। 

শনিবার (২৭ নভেম্বর) থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

চলতি বছরের ৭ জুন হেফাজতের কমিটি গঠন করা হয়। তখন মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন নুরুল ইসলাম জিহাদী।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়