Cvoice24.com

যে কেন্দ্রে ভোট দিলেন শামীম ওসমান, সেই কেন্দ্রে হেরেছে আইভী   

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১৬ জানুয়ারি ২০২২
যে কেন্দ্রে ভোট দিলেন শামীম ওসমান, সেই কেন্দ্রে হেরেছে আইভী   

নৌকায় ভোট দিলেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

রোববার (১৬ জানুয়ারি) দিনের শেষভাগে এসে ওই কেন্দ্রে ভোট দেন শামীম ওসমান।

নগরীর আদর্শ স্কুল কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে প্রথম হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট।

এই কেন্দ্রে ১১৭৩ জন ভোটার ভোট দেন। তবে দুইটি ভোট বাতিল হয়। আর ২০৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন। 

এদিকে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে শেষের দিকে ব্যটারিচালিত অটোরিকশায় এসে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান সিটি এলাকার ভোটার কিনা এ নিয়ে ধোঁয়াশা ছিল সকলের। ব্যাপারটা সারাদিন ধরেই গোপন থাকলেও যখন কেন্দ্র প্রায়ই ফাঁকা, ভোটাররা ভোট দিয়ে চলে যায়, ঠিক ভোট শেষ হবার আধাঘণ্টা আগে তিনি কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি কেন্দ্রে ভোট দেওয়ার পরেই সকল ধোঁয়াশা কেটেছে। এই ধোঁয়াশা কাটলেও শামীম ওসমানের কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আইভী হারায় আবারও জল্পনা কল্পনা শুরু হয়।

উল্লেখ্য, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩০ জন ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ৪ থেকে ৫টি টিম ছিল, যার প্রতিটি টিমে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য ও ২০ থেকে ২২ জন আনসার সদস্য। নির্বাচনে মেয়রপদে প্রার্থী ছিলেন ৭ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়