Cvoice24.com

আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ২ জুলাই ২০২২
আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন 

আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি কিডনি জটিলতাসহ হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মুকুল বোস বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২৯ মে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়া হয় তাকে ।

২০১৭ সালে দলের ২০তম জাতীয় সম্মেলনে দেয়া ক্ষমতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করেন। এর আগে আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়