Cvoice24.com

বিএনপি বিশ্বযুদ্ধের মত যুদ্ধ বাধাতে চায়: শিক্ষা উপমন্ত্রী নওফেল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ১৫ আগস্ট ২০২২
বিএনপি বিশ্বযুদ্ধের মত যুদ্ধ বাধাতে চায়: শিক্ষা উপমন্ত্রী নওফেল

বিএনপি জামায়াতের দোসররা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাশাপাশি বিএনপি বিশ্বযুদ্ধের মত যুদ্ধ লাগায়ে চায় বলেও এসময় মন্তব্য করেন উপমন্ত্রী। 

সোমবার(১৫ আগস্ট) চট্টগ্রামের রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবসংগঠক এম আর আজিমের উদ্যোগে আয়োজিত শোক দিবসের একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। 

বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, 'সারা পৃথিবীতে বিএনপি জামায়াতের দোসররা ছড়িয়ে ছিটিয়ে গিয়ে, তারা বঙ্গবন্ধুর খুনিদের সাথে আঁতাত করে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে আঁতাত করে... তারা এই বাংলাদেশে অরাজকতা করার জন্য, খুন খারাপি ফ্যাসাদ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে।' 

শেখ হাসিনার সরকারের পতন ঘটানোই তাদের একমাত্র লক্ষ্য দাবি করে উপমন্ত্রী বলেন, ‘তাদের লক্ষ্য একটাই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো। কেনা তারা সেটা চায়? কারণ এখানে যত হানাহানি হবে তাদের লাভ হবে। তাদের নেতা লন্ডনে বসে থাকবে এখানে অস্ত্রশস্ত্র বিক্রি করবে। এটাই হচ্ছে তাদের পরিকল্পনা।' 

বিএনপি বিশ্বযুদ্ধের মত যুদ্ধ বাধাতে চায় দাবি করে উপমন্ত্রী বলেন, ‘এই কাজ তারা আগেও করেছেন আপনারা জানেন নিজেরা সরকারে থেকে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে মারামারি করতে মানুষের উপর লেলিয়ে দিয়েছে। যাতে করে মানুষ দ্বীনে ইসলামকে আক্রমণ করে বিশ্বযুদ্ধের মত যুদ্ধ লাগে। কারণ যুদ্ধ লাগলে তাদের লাভ, যুদ্ধ ছাড় তাদের কোন আয় ইনকাম নাই।' 

এই সময়ে বিএনপি জামায়াতের জোট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা ছাত্র নেতাদের ঐক্যবদ্ধ করার জন্য এম আর আজিমকে ধন্যবাদও জানান তিনি। 

এম আর আজিমের উদ্যোগে দিনব্যাপী গ্রহণ করা কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মিলাদ, খাবার বিতরণ। 

এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মশিউর রহমান রোকন, ২১ নম্বর জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বাড়ুয়া, আওয়ামী লীগ নেতা ভিপি মো. ইউনুস, নগর যুবলীগের সাবেক সদস্য হাবিবুল্লাহ নাহিদ, কাজী রাজেশ ইমরান, মেজবাহ উদ্দিন নোবেল,ফজলুল কবির সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মোর্শেদ,আবু সাঈদ সুমন।

সর্বশেষ

পাঠকপ্রিয়