Cvoice24.com

সময়ের অপেক্ষা, হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে: খসরু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১৯ আগস্ট ২০২২
সময়ের অপেক্ষা, হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চলমান সরকার বিরোধী আন্দোলনে এক সময় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজনও অংশ নেবে।’

শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে নগরের কাজির দেউড়ি সংলগ্ন দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামী ২২ আগষ্ট থেকে চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির বিভাগীয় ধারাবাহিক আন্দোলন কর্মসূচী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে নগরের কাজির দেউড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ের নাসিমন ভবনে সেই প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। 

প্রস্তুতি সভায় আমীর খসরু বলেন, ‘আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের মাঝে সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে এসেছে। দেশ ও দেশের বাইরে একটি কথা উঠে আসছে, শেখ হাসিনা আর কতদিন থাকবে? আওয়ামী লীগ এই বিষয়ে অত্যন্ত সজাগ। তাদের নেত্রী ও সাধারণ সম্পাদকের কথায় বুঝতে পারছেন? তাদের মধ্যে একটা বড় ধরনের হতাশা কাজ করছে। তারা ইতিমধ্যে তর্জন-গর্জন শুরু করেছে। গর্জন যত বাড়তে থাকবে, দুর্বলতা তত বেশি বাড়বে। এখন শুধু সময়ের অপেক্ষা, হাসিনার লোকজনও আন্দোলনে চলে আসবে। 

তিনি বলেন, ‘আমাদের তর্জন-গর্জনের দরকার হবে না। আমাদের গর্জন হবে কাজের মধ্যে দিয়ে। বেশি কথা বললে আন্দোলন এগিয়ে যাবে না। আমাদের আন্দোলন হবে পরিকল্পিত। সুতরাং বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে সরানো যাবে না। পরিকল্পিত আন্দোলনে সরকারের পতন হবে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য সুশৃঙ্খল এবং জনসম্পৃক্ততা। এই সরকারকে পতন ঘটাতে হলে, জনসম্পৃক্ততাকে কাজে লাগাতে হবে। দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে। তারা টাকা দিয়ে, মাস্তান দিয়ে যে কাজটি করতে পারবে না। সেটি আমরা সাধারণ জনগণকে দিয়ে করতে পারবো।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মহানগরে এক ঘণ্টার ডাকে পুরো নগর অচল করার মতো নেতা আছে। কোন জেলায় আন্দোলনের জন্য নেতা প্রয়োজন হলে চট্টগ্রাম নগর থেকে নিয়ে যান। আ.লীগের সঙ্গে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এখন শীর্ষ নেতাদের সামনের দিকে আন্দোলনকে নিয়ে যেতে হবে। বিএনপি কোনো বাহিনীর দল নয়, বিএনপি জনগণের দল। নেতারা এবার ঈমানী দায়িত্ব পালন করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ফেইসবুকে ছবি তোলার জন্য এই আন্দোলন নয়। চট্টগ্রামের নেতারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে চট্টগ্রাম থেকেই সরকারের পতন হবে। আমাদের কথা হবে কম, কাজ হবে বেশী।’

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারর‌ম্যান ও  চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহজাহান। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. মামুন আহমেদ, বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিং, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, ভিপি হারুনুর রশিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

-সিভয়েস/আরকে/এআর

সর্বশেষ

পাঠকপ্রিয়