Cvoice24.com

পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে ভ্যারাইটি শো’র চেয়ে একটু বেশি লোক হয়েছে : তথ্যমন্ত্রী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ১৩ অক্টোবর ২০২২
পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে ভ্যারাইটি শো’র চেয়ে একটু বেশি লোক হয়েছে : তথ্যমন্ত্রী

পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশের একাংশ। বামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

‘ছোটবেলায় পলোগ্রাউন্ড মাঠে যে ভ্যারাইটি শো হতো তার চেয়ে একটু বেশি উপস্থিতি হয়েছে গতকাল’— চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশের উপস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, এই সমাবেশ করার আগে বিএনপি হাঁকডাক দিয়েছিল যে, লাখ লাখ মানুষ হবে এবং চট্টগ্রাম শহরে জনজোয়ার তৈরি হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পলোগ্রাউন্ডের এক তৃতীয়াংশও পূর্ণ হয়নি। আমাদের ছেলেবেলায় পলোগ্রাউন্ডে মাঝে মধ্যে ভ্যারাইটি শো হতো। ভ্যারাইটির শো’র সময় যতো লোক হতো, গতকাল তাদের সমাবেশে তার চেয়ে একটু বেশি হয়েছে।’ 

মন্ত্রী বলেন, ‘জনগণ যে তাদের ডাকে সাড়া দেয়নি সেটির প্রমাণ হচ্ছে সেখানে এমনকি তাদের কর্মীরাও আসেনি। গতকাল তাদের সমাবেশে কেউ বাধা সৃষ্টি করেনি। নির্বিঘ্নে তারা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রামগড়, কক্সবাজার একশ’-দেড়শ’ কিলোমিটার দূর থেকে সবাই এসেছে। এরপরও পলোগ্রাউন্ড মাঠের এক তৃতীয়াংশও পূর্ণ হয়নি।’

এরআগে গতকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ করে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয়, জেলা-উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়