Cvoice24.com

শেখ হাসিনার জনপ্রিয়তা ৭২ শতাংশ হলেও আওয়ামী লীগের কেন ৩১ ভাগ— কারণ জানালেন আমিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ৯ নভেম্বর ২০২২

জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ৭২ ভাগ হলেও আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন ৩১ ভাগ সেটার কারণ খুজঁতে বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এরজন্য দলের নেতাকর্মীদের আত্মশুদ্ধির তাগিদ দেন এ নেতা। 

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আগামী ৪ ডিসেম্বরের দলীয় সভানেত্রীর সমাবেশকে সফল করতেই মূলত এ যৌথ সভার আয়োজন করা হয়।  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের সঞ্চালনায় ও  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘...সম্প্রতি বিদেশি একটি নির্ভরযোগ্য জরিপ সংস্থার পক্ষ থেকে জরিপ করা হয়। সেখানে উঠে এসেছে মাত্র ৩১ ভাগ মানুষ আওয়ামী লীগকে চায়। তবে গর্বে বুক ফুলে উঠার মত পরের তথ্যটি হল বাংলাদেশের ৭২ ভাগ মানুষ আবার শেখ হাসিনাকে চায়। আমাদের রাতে ঘুমানোর আগে চিন্তা করতে হয় যে বাংলাদেশের ৭২ ভাগ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে চান, তাকে ভালোবাসে। কিন্তু তার কর্মীকে দলকে কেন চায় না, ভালোবাসে না?’

আত্মশুদ্ধির প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের লিমিটেশন কোথায়? আমাদের ভুল কোথায়? আমাদের কি কি সংশোধন করতে হবে সেটা ভাবতে হবে। ৭৫ এর পার্লামেন্টে জাতির পিতা স্পিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি মানুষ! মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল হওয়া দোষের কিছু নয়, ভুলকে আঁকড়ে ধরা দোষের। ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি করতে পারাটাই বাহাদুরি। আমরা সেই বাহাদুরি করতে চাই।’ 

নেতাকর্মীদের নসিহত দিয়ে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমরা যারা শেখ হাসিনার কর্মী দাবি করে প্রতিদিন ফেসবুকে পোস্ট দেয়, সেলফি তুলি। তারা যদি শেখ হাসিনার মত তৃণমূলের খবর নিতে পারি, গরীব মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সুখে দুঃখে দাঁড়াতে পারি। আমরা যদি শেখ হাসিনার মত টাকার কাছে বিক্রি না হই তাহলেই শত ষড়যন্ত্রের পরও শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না।’

‘আমাদের নেতাকর্মীরা প্রতিদিন যেভাবে ফেসবুকে নিজ দলের নেতাদের বিরুদ্ধে পোস্ট করে সেখানে বিএনপি-জামায়াত লাগে না আর। নিজেদের বদনামির জন্য নিজেরাই যথেষ্ট। এসব না করে যদি প্রতিদিন একটি করে সরকারের উন্নয়নের পোস্ট দেই তাহলেই জনগণের কাছে সরকারের উন্নয়ন চিত্র ফুটে উঠবে। আমি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের এ আহ্বানটুকু রাখব। আসুন আমরা আত্মশুদ্ধির মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়