Cvoice24.com

পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে বিএনপিকে লালকার্ড দেখাবে আ.লীগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ৯ নভেম্বর ২০২২
পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে বিএনপিকে লালকার্ড দেখাবে আ.লীগ

পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে বিএনপি-জামায়াতকে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। 

তিনি বলেন, ‘আপনারা জানেন ৪ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর চট্টলায় আসবেন। এই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা। এখানে কিছু কথা না বললেই নয়। বৈশ্বিক সংকটকে পুঁজি বিএনপি-জামায়াত টেনে হেছড়ে নেত্রীকে নামিয়ে ফেলবে বলে হুশিয়ারি দিচ্ছে। তাই আগামী ৪ ডিসেম্বর আমাদের সভা হচ্ছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লালকার্ড।’

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিপ্লব বড়ুয়া এ মন্তব্য করেন। 

আগামী ৪ ডিসেম্বরের দলীয় সভানেত্রীর সমাবেশকে সফল করতেই মূলত এ যৌথ সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, ‘আজকে আপনাদের মাঝে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির কার্যকরী সভা ছিল। সেখানে আমাদের নেত্রী অতি আগ্রহের সাথে বলেছেন, “আমি চট্টগ্রামে আসতে চাই। অনেকদিন চট্টগ্রামে আসা হয়নি। চট্টগ্রামে জনসভায় আমি উপস্থিত থাকতে চাই।” কিন্তু ৪ ডিসেম্বর মাননীয় নেত্রীর আরেকটি অনুষ্ঠান ছিল। এরপরেও তিনি আমাদের চট্টগ্রামে জনসভায় আছেন এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তিনি আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের একটি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আমরা বাংলাদেশে স্মরণাতীত সবচেয়ে বড় জনসভায় রূপান্তরিত করবো। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ২০১২ সালের ২৮ মার্চ চট্টগ্রামে এসেছিলেন। একই ময়দানে পলোগ্রাউন্ড মাঠে। সেদিন চট্টগ্রামের মঞ্চে আমাদের বাবু ভাই ছিলেন, বীর চট্টলার মহিউদ্দিন ভাই ছিলেন। আজকে তাদের আদর্শের উত্তরাধিকার আমরা যারা চট্টগ্রামে আছি, আমাদেরও সেদিন যেভাবে এই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তিল ধারণের কোন ঠাঁই ছিল না সেভাবে কানায় কানায় পূর্ণ জনসভা করতে হবে।’ 

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বলেন, ‘অনেক রাজনৈতিক দল তাদের কিছু ভাড়াটে মানুষ এনে সমেবেশ করে। বিভিন্ন গণমাধ্যমে দেখায় এবং বিদেশে তাদের প্রভুদের গিয়ে বলে আজকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মতো পরিবেশে সৃষ্টি হয়েছে। গতকাল আমি বিবিসি বাংলা দেখছিলাম। সেখানে মির্জা ফখরুল বলছে, এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা পর্যন্ত তারা নাকি সরকারের সাথে কোন আলোচনা করবেন না।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘এখন সারাবিশ্ব ব্যাপী রাজনৈতিক সংকট যাচ্ছে। আজকে বিশ্ব ব্যাংক, আইএমএফ বলছে আগামী ২০২৩ সালে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হতে পারে। সেটা স্মরণকালের সব থেকে বড় দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক সংকট। করোনাকালীন সময়ে সারা পৃথিবীতে অর্থনৈতিক গড় প্রবৃদ্ধি ছিল শতকরা ৬ ভাগ। সেটি ২০২৩ সালে নেমে আসতে পারে ৩ থেকে আড়াই ভাগ। আজকে বিশ্ব খাদ্য সংস্থা বলছে, ৪৫টি দেশে ২০কোটি মানুষ না খেয়ে আছে। এতো অর্থনৈতিক ও খাদ্য সংকটের পড়েও বাংলাদেশের মানুষ না খেয়ে নেই। আমি গতকাল দেখেছি, মাননীয় নেত্রী একনেকের বৈঠকে হাজার কোটি টাকার বিল পাশ করেছেন। অন্যদিকে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ৮০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এদিকে বৈশ্বিক সংকটকে পুঁজি তারা করে টেনে হেছড়ে নেত্রীকে নামিয়ে ফেলবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। তাই আগামী ৪ ডিসেম্বর আমাদের সভা হচ্ছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লালকার্ড।

সর্বশেষ

পাঠকপ্রিয়