একসঙ্গে কাজের প্রস্তাব নিয়ে রওশনের দুয়ারে জিএম কাদের
সিভয়েস ডেস্ক

একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে রওশনের গুলশানের বাসায় যান জিএম কাদের।
এসময় তিনি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপ-নির্বাচন বিষয়ে এবং আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন। একইসঙ্গে ভবিষ্যতে তিনি বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে চলমান সব মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানান।