Cvoice24.com

বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা: তথ্যমন্ত্রী

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ২৭ জানুয়ারি ২০২৩
বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা: তথ্যমন্ত্রী

আন্দোলন নিয়ে বিএনপির দম ফুরিয়েছে। সে কারণে তারা নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। কয়েকদিন বিরতি দিয়ে একটি প্রগ্রাম করে। গাড়ি যখন পুরোনো হয়ে যায় তখন ওটা চলে না। তখন কয়দিন পরপর ওটাকে স্টার্ট দিতে হয়। বিএনপি কয়েকদিন পরপর কর্মসূচি হচ্ছে ওই পুরোনো গাড়ির যেটা চলে না সেটার স্টার্ট দেওয়ার মতো। এখন দেখলাম গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও তেমন দম ফুরিয়ে গেছে। এজন্য তারা নীরব পদযাত্রা করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জানুয়ারি রাজশাহীতে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। রাজশাহীর মাদরাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) এ জনসভা অনুষ্ঠিত হবে।

হাছান মাহমুদ বলেন, জনসভায় প্রধানমন্ত্রী বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করা হয়েছে। মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক হবে। পুরো শহরজুড়েই সেদিন জনসভা হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দলু ওয়াদুদ দারা প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়