Cvoice24.com

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপান্তর হবে— মাহবুবের রহমান শামীম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৩
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপান্তর হবে— মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের মুক্তির দাবিতে বিএনপি ১০ দফা প্রদান করেছে। এই ১০ দফা দাবি আদায়ের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর পলোগ্রাউন্ডের মাঠে যেভাবে বিভাগীয় গণসমাবেশ সফলভাবে শুরু করেছিলাম, তেমনিভাবে এই বিভাগীয় সমাবেশও জনসমুদ্রে রূপান্তর হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৪ ফেব্রুয়ারি কেন্দ্রিয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে আছে। এই ফ্যাসিবাদি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। এই দেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। 

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমা‌বেশ সফল কর‌তে সন্দ্বীপ উপজেলা বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এড. আবু তাহেরের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. বেলায়েত হোসেন। এতে উপস্থিতে ছিলেন সন্দ্বীপ পৌর বিএনপির আহ্বায়ক আহসানুল কবির তালুকদার রিপন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাষ্টার আবুল কাশেম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকের হোসেন বিপুল, সাইফুর রহমান শামীম, জহিরুল ইসলাম জহির, মাহাবুবুল আলম শিমুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম টুটুল, আলমগীর হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবির মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত তালুকদার, হারুন অর রশিদ।

আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, জেলার সদস্য রেজাউল করিম, মুছা কলিমুল্লাহ, মো. আশরাফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজীব, সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাবুল মোল্লা, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সমীর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

পাঠকপ্রিয়