Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

রাষ্ট্রপতি হতে আগ্রহী নন কাদের, পাননি প্রস্তাবও

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩
রাষ্ট্রপতি হতে আগ্রহী নন কাদের, পাননি প্রস্তাবও

রাষ্ট্রপতি হতে ব্যক্তিগতভাবে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া এ পদের জন্য কেউ তাকে প্রস্তাবও দেন নি। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী হিসেবে এখনো অনেক কাজ বাকি আছে। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে (রাষ্ট্রপতি) যেতে ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই। কেউ আমাকে প্রস্তাবও দেননি।

আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো তোড়জোর দেখা যাচ্ছে না- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কখনো তোড়জোড় হয় নাকি? তোড়জোড়ের ব্যাপার না, সময়মতো আমরা আমাদের প্রার্থীতা ঘোষণা করবো। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সময়মতো জানতে পারবেন।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়