Cvoice24.com

উপনির্বাচনে নৌকার প্রার্থীসহ মনোনয়ন ফরম নিলেন ১৮ জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২৫ মার্চ ২০২৩
উপনির্বাচনে নৌকার প্রার্থীসহ মনোনয়ন ফরম নিলেন ১৮ জন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন ছাড়াও ইসলামী ফ্রন্ট, বিএনএফ, এনপিপি ও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। 

শনিবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ গত ৫ ফেব্রুয়ারি মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য এই আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, একদিন পর ২৯ মার্চ বাছাই। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৬ এপ্রিল। 

এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ থেকে নোমান আল মাহমুদ, জাহিদুল হক, বিজয় কুমার চৌধুরী, আবদুচ ছালাম, আহমেদ ফয়সাল চৌধুরী, আব্দুল কাদের সুজন, সাইফুল ইসলাম, এস এম কফিল উদ্দীন, খোরশেদ আলম, আলী রিয়াজ খান রক্সি, শিরিন আহমেদ, সেলিনা খান ও সুকুমার চৌধুরী। যদিও শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে নৌকার প্রার্থী মনোনয়ন দেন। 

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-মহাসচিব সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ ও এনপিপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা। 

স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী এবং সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।  

নির্বাচন কমিশন থেকে ১৭ প্রার্থী আগে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আলম মাহমুদ প্রার্থী নিশ্চিত হওয়ার পরই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উপদেষ্টা সফর আলী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসাকে সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। 

বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মহিলা ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি। 

nagad

সর্বশেষ