Cvoice24.com

নগর যুবদলের ৬ নেতা কারাগারে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ২১ মে ২০২৩
নগর যুবদলের ৬ নেতা কারাগারে

চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নগর যুবদলের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২১ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেসা এ আদেশ দেন।

যুবদলের ছয় নেতা-কর্মীরা হলেন— বশিরুল ইসলাম ওরফে পলাশ (৩৭), নুরুল হুদা বাবু (৩২), সোহেল ওরফে বাঘা (৩০), মো. সবুর (৩০), মো. ইমাম (২৮) ও মো. তামিম (২৮)।

আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে নগরের বন্দর থানা এলাকায় মিছিল করেন বিএনপি ও যুবদল। এসময় তারা যান চলাচলে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটায়। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক উস্যাং মং মারমা ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের পিপি আবদুর রশীদ জানান, আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়