ফেসবুকে ‘অপপ্রচারের’ ব্যবস্থা নেবে কমিটি
সিভয়েস প্রতিবেদক
কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শনিবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত প্রথম সভায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার এ সিদ্ধান্ত হয়। একইসঙ্গে জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক টিম গঠন ও অঙ্গ ও সহযোগী, ভাতৃপ্রতীম সংগঠনের কর্মকাণ্ড জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া সভায় আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক জনসমাগের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধ এ শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, জেলার প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্নফুলী ট্যানেল, ফ্লাইওভার ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনসহ মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যার যুগান্তকারী উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য দলীয় নেতা কর্মীদের দায়িত্ব নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ শামশুল হক চৌধুরী এমপি বলেন, দলের মধ্যে প্রতিযোগিত থাকবে, প্রতিহিংসা নয়, আমরা মুজিবাদর্শের যারা রাজনীতি করি তারা একই পরিবারভুক্ত।
সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশেষ করে তরুণদের প্রতি গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অধ্যাপক ড. আবু রেজা মু. নেজামুদ্দিন নদভী এমপি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে দক্ষিণ জেলায় নৌকা প্রতীকের বিজয়ে একসাথে কাজ করে যেতে হবে।
বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি এস এম আবুল কালাম, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউ- দ্দিন, এড. মুজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম, মোহাম্মদ নাসির, আয়ুব আলী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, সম্পাদকমণ্ডলীর সদস্য এড. মির্জা কছির উদ্দিন, গোলাম ফারুক ডলার, বোরহান উদ্দিন এমরান, এড. আবদুর রশিদ, খোরশেদ আলম, তিমির বরণ চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, আ ম ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, আবদুর রহিম, বিজয় কুমার বড়ুয়া, মাহাবুবুর রহমান শিবলী, খালেদা আক্তার চৌধুরী, মোহাম্মদ ফারুক, আবসার উদ্দিন সেলিম, জয়নুল আবেদীন জুনু, মো. জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, কার্যনির্বাহী সদস্য নুরুল কাইয়ুম খান, ছিদ্দিক আহমদ বি.কম, এম এ মোতালেব সিআইপি, আ ক ম শামশুজ্জামান, দেবব্রত দাশ, মাস্টার ফরিদুল আলম, আবু সৈয়দ, অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, জান মো. সিকদার, আবদুল মালেক, শাহাদাত হোসেন, মো. নাছির উদ্দিন প্রমুখ ।