খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে
সিভয়েস ডেস্ক

খালেদা জিয়া
আজ মঙ্গলবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানানো হয়েছে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে আইন মন্ত্রণালয় রোববার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানিয়ে দেয়। বরং জানানো হয় বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে।