Cvoice24.com

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সীতাকুণ্ডের এমপি দিদারুল

সীতাকুণ্ড প্রতিনিধি
১৮:৪৪, ১ ডিসেম্বর ২০২৩
নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সীতাকুণ্ডের এমপি দিদারুল

চট্টগ্রাম-৪ এর নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, ‘সারা দেশব্যাপী যেভাবে বিভিন্ন সাংসদেরা স্বতন্ত্র হিসাবে মনোনয়ন ফরম নিয়েছিলেন একইভাবে আমিও প্রতিনিধির মাধ্যমে একটি ফরম নিয়েছি। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করলাম। দল যাকে নমিনেশন দিয়েছে আমিও তাকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি।
সীতাকুণ্ড প্রতিনিধি

সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন চাপের কাছে নতি স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার এই সিদ্ধান্ত।

রাজনীতি সব খবর