নজর এবার নারী আসনে, কপাল খুলছে কার?
আবরার শাহরিয়ার
ভোটের দামামা শেষ হয়েছে সবেমাত্র। মন্ত্রিসভা ঘিরে অঞ্চলভিত্তিক উদ্বিগ্নতাও কেটেছে। রাজনীতির মাঠে এবার চোখ সংরক্ষিত নারী আসন ঘিরে। কবে তফসিল ঘোষণা হচ্ছে আর চট্টগ্রাম থেকে কজন পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের টিকিট— তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও নির্বাচনী এলাকা, আসন নির্ধারিত না হওয়ায় পুরো বিষয়টি নির্ভর করছে দলের ওপর।
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচনী তফসিল ঘোষণা এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীরা বার্তা নিয়ে যাচ্ছেন দলীয় হাইকমান্ডের কাছে। তুলে ধরছেন নিজেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের যাত্রা, প্রত্যাশার কথা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে দুজন সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে বসেছিলেন। তারা হলেন ওয়াসিকা আয়েশা খান ও খাদিজাতুল আনোয়ার সনি। সনি এরই মধ্যে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে সরাসরি ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম থেকে এবার সংরক্ষিত নারী আসনের আলোচনায় নাম শোনা যাচ্ছে — কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, সাবেক সভাপতি হাসিনা মান্নান, বর্তমান সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত প্রমুখ। এ ছাড়া একাধিক নারীনেত্রী, সাবেক কাউন্সিলর এবারের মনোনয়ন দৌড়ে শামিল হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদের মধ্যে মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান কায়সারকন্যা ওয়াসিকা আয়েশা খানের এবারও সংসদে যাওয়া অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসিনা মান্নান ও বর্তমান সভাপতি চেমন আরা তৈয়ব সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব এবার চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সরাসরি ভোটের মাঠে নামতে চেয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র হয়ে নির্বাচনের পথ খোলা থাকলেও তিনি তা করেননি। সংরক্ষিত নারী আসন নিয়ে সংসদে বসতে এবারও আওয়ামী লীগের টিকিট কাটছেন তিনি।
সিভয়েসকে তিনি বলেন, 'আমি এবার সরাসরি ভোটের মাঠে নামতে প্রস্তুত ছিলাম। সংরক্ষিত নারী আসনে এবারও মনোনয়ন চাইবো। নেত্রী মনোনয়ন দিলে আমি জনগণের জন্য কাজ করার সুযোগ নিতে চাই।'
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন শামীমা হারুন লুবনা। ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুনের কন্যা তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
সিভয়েসকে তিনি বলেন, 'চট্টগ্রাম কলেজ থেকে ছাত্ররাজনীতির শুরু আমার। স্বৈরশাসক এরশাদ হটানো থেকে গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন সবখানে আমার অংশগ্রহণ ছিল। উত্তরে আমার বাবার বাড়ি, দক্ষিণে শ্বশুরবাড়ি, শহরে আমার বেড়ে ওঠা— সবার সঙ্গেই আমার নিবিড় সম্পর্ক। এবারো আমি মনোনয়ন প্রত্যাশা করছি।'
সংরক্ষিত আসনে এমপি হতে দৌড়ঝাঁপ করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট পাপড়ি সুলতানা। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ। চট্টগ্রাম জেলা কারাগারের বিদায়ী কারা পরিদর্শক। এছাড়া তিনি চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপির দায়িত্ব পালন করছেন। তাঁর বাবার বাড়ি ফটিকছড়িতে এবং শ্বশুরবাড়ি পটিয়ায়। স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
আওয়ামী পরিবারের সন্তান অ্যাডভোকেট পাপড়ি সুলতানা বলেন, 'আমার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সপক্ষের। বাবা মুক্তিযুদ্ধের সংগঠক, মা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সব ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কারো সঙ্গে আপোষ করেনি। এজন্য পুরো পরিবার অনেক নির্যাতনেরও শিকার হয়েছে। এবার দলের মনোনয়ন চাইবো। নেত্রী যদি সুযোগ দেন, দেশ-জাতির জন্য কাজ করতে চাই। '
এবারো মনোনয়ন চাইছেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। মাদ্রাসায় জাতীয় পতাকা উড়াতে আর মুক্তিযুদ্ধের গল্প ফেরি করে একসময়ে আলোচনায় এসেছিলেন তিনি।
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত সংরক্ষিত নারী সংসদ সদস্য হয়ে সংসদে বসতে চান। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
সংরক্ষিত আসনে মনোনয়ন চান সাবেক এমপি মাজহারুল হক শাহর কন্যা সাবরিনা চৌধুরী। কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।