নগর আ.লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল তিনটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের হলে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ জুন) মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) বিকেল তিনটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হইবে। উক্ত সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টামণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।