নতুন কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানালো নগর যুবদল
সিভয়েস২৪ ডেস্ক
কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে অভিনন্দন মিছিল করেছে নগর যুবদল। বুধবার (১০ জুলাই) দুপুরে এ উপলক্ষে কাজীর দেউড়িতে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ।
মিছিল শেষে এক সভায় দীপ্তি বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যুবদলের ওপর যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন আমরা যুবদলের নেতাকর্মীরা তা সফলভাবে পালন করতে সক্ষম হব। এতে দেশ ও জাতি রাহুমুক্ত হবে। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে।’
তিনি বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিজয় মিছিল করবে যুবদল।’
এ সময় নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, ‘যুবসমাজকে জাগ্রত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। স্বাধীনতার এত বছর পরও ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেওয়ার মামাবাড়ির আবদার চলছে। মেধাবীদের বাদ দিয়ে নিজেদের লোককে নিয়োগ দেয়ার চেষ্টা চলছে। বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পাঁয়তারা করছে আওয়ামী লীগ। তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার।’
কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল গফুর বাবুল, শাহাবুদ্দিন হাসান বাবু, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর, এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দীন রাসেল, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।