আহত ছাত্রলীগ কর্মীদের দেখতে ঢাকায় সিডিএ চেয়ারম্যান
সিভয়েস২৪ ডেস্ক
কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে চট্টগ্রামের মুরাদপুরে ছাদ থেকে ফেলে দেওয়া গুরুতর আহত ছাত্রলীগের কর্মীদের দেখতে হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
গত ২৯ জুলাই বিকেলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের দেখতে যান তিনি।
আহতদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আমরাও তাদের খোঁজখবর রাখছি। চিকিৎসার জন্য যা প্রয়োজন তা আমরা করবো। ইনশাআল্লাহ সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠবে। এসময় চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করতে বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নূরুল আজিম রনি, আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, মোস্তফা করিম কাওসার, আরিফ হোসেন, তানভির মেহেদি মাসুদ এবং ঐশিক পাল জিতু।
উল্লেখ্য, ছাদ থেকে ফেলে দেওয়া ছাত্রলীগ কর্মীদের মধ্যে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন জালাল উদ্দিন জোবায়ের, মো. সোহেল এবং মো. ইকবাল।