আমীর খসরুর মুক্তি দাবি চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের
সিভয়েস২৪ ডেস্ক
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, মামলা, গ্রেপ্তার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গত ১৮ দিনে চট্টগ্রামে ৩৩টি মামলায় বিএনপিসহ বিরোধী দলের প্রায় দেড় হাজার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীকে গণহারে গ্রেপ্তর, মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার আহ্বায়ক এডভোকেট মো. আলাউদ্দিন, সদস্য সচিব এডভোকেট আবদুল মান্নান প্রমুখ।