নিষিদ্ধ জামাত-শিবিরের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলুন : আ জ ম নাছির
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিপথগামী শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনকে নিষিদ্ধ জামাত-শিবিরের পকেটে ভর্তি করিয়েছে।’
শুক্রবার (২ আগস্ট) নগরের জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ শেষে নাশকতা ও নৈরাজ্যবিরোধী নগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
আ.জ.ম নাছির উদ্দীন বলেন, 'নিষিদ্ধ জামাত-শিবিরের আস্তানা ও ঘাঁটি চিহ্নিত করে তাদেরকে নিশ্চিহ্ন করার প্রত্যয়ে একাত্তরের হাতিয়ারকে শাণিত করার সময় এসেছে। নিষিদ্ধ জামাত-শিবিরের আশ্রয় ও প্রশ্রয়দাতা বিএনপি নামক স্বাধীনতা বিরোধীর ঘাঁটির সকল চিহ্ন মুছে দিতে হবে। জামাশাত-শিবিরবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।'
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, নির্বাহী সদস্য ড. নেছার উদ্দিন মনজু, হাজী বেলাল আহমদ, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুব মহিলা লীগের সায়রা বানু রুশনীসহ ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক প্রমুখ।