কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন হেফাজত আমির
সিভয়েস২৪ ডেস্ক
শহীদদের রক্তের পথ বেয়েই এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে বলে মনে করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার ( ২ আগস্ট) বাদ আছর কোটা সংস্কার আন্দোলনে 'শাহাদাত' বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং ফিলিস্তিনের হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়ার মাগফিরাত কামনায় চট্টগ্রাম জামিয়া আজিজুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
কোটা আন্দোলন এখন 'ছাত্রজনতা হত্যার' বিচারের দাবিতে রূপ নিয়েছে মন্তব্য করে হেফাজত আমির বলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়; ছাত্রহত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। এই শাসকগোষ্ঠীর হাতে ছাত্রহত্যার বিচার আকাশ-কুসুম কল্পনা মাত্র।'
৫ মের শাপলা চত্বরের ঘটনা উল্লেখ করে বাবুনগরী বলেন, 'শহীদ হেফাজতকর্মী ও মাদরাসাছাত্রদের খুনের বিচার গত ১০ বছরেও করা হয়নি। এক্ষেত্রে সরকারের কোনো বিকার নেই; অনুতাপ নেই। বরং বারবার নির্দয় অস্বীকারের দুঃসাহস দেখেছি আমরা। সুতরাং, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। এই জালিম শক্তির ধ্বংস ছাড়া এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না।'
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, হেফাজত কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা মুহাম্মদ বাবুনগরী, মুফতী ইসমাইল প্রমুখ।