Cvoice24.com

কারাবন্দি আমির খসরুর বাসায় মির্জা ফখরুল

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৩ আগস্ট ২০২৪
কারাবন্দি আমির খসরুর বাসায় মির্জা ফখরুল

কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে গ্রেপ্তারের পর শনিবার (৩ জুলাই) তাঁর পরিবারের সদস্যদের দেখতে বনানীর বাসায় যান। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের বাসায়ও যান।

মির্জা ফখরুল বলেন,  আমির খসরু ও নজরুল ইসলাম খান দুইজনই অসুস্থ। তাদের অনেক বড়-বড় রোগ আছে। পরিবার তাদের ওষুধগুলো পাঠাতে পারছে  না।

কারা কর্তৃপক্ষকে এই ধরনের অমানবিক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে এই কাজগুলো করবেন না। অতীতে আপনারা অনেক করেছেন। দয়া করে এখন এই কাজগুলো করবেন না।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: