Cvoice24.com

দেশের মানুষ সরকারের পদত্যাগ চায় : চট্টগ্রাম বিএনপি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ৩ আগস্ট ২০২৪
দেশের মানুষ সরকারের পদত্যাগ চায় : চট্টগ্রাম বিএনপি

শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, নির্যাতন, নিপীড়ন, দমন, মামলা ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান। শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন। 

নেতৃবৃন্দ বলেন, দেশের আনাচে কানাচে সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। দেশে হত্যা ও দমন নিপীড়ন চালিয়ে এই সরকার প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে।

ছাত্র জনতার বিরুদ্ধে দমন, নিপীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি কারপিউ প্রত্যাহার ও গণগ্রেপ্তার বন্ধ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী রাজনৈতিক দলের সব নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: