Cvoice24.com

পাল্টা আঘাতের হুঁশিয়ারি নগর আ.লীগের

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ৩ আগস্ট ২০২৪
পাল্টা আঘাতের হুঁশিয়ারি নগর আ.লীগের

চট্টগ্রামের জননন্দিত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ দলীয় নেতাদের বাসভবন-অফিসে হামলার প্রতিবাদে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে নগর আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) হামলার প্রতিবাদ জানিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গণমাধ্যমে যৌথ বিবৃতি পাঠান। 

বিবৃতিতে তাঁরা বলেন, ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে বিনা উস্কানিতে স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী বিএনপি জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তাদের পরিকল্পিত, ঘৃণ্য ও ন্যাক্কারজনক হামলা ও নাশকতায় সহ্যের সীমা অতিক্রম করেছে। আমরা এতদিন সংযত আচরণ করেছি। এবার সরাসরি পাল্টা আঘাতের সময় এসেছে। আজকে যারা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতে শনাক্ত করা হয়েছে। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা আমরা জানি। তাদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে পাল্টা আঘাত হানতে আমরা বাধ্য হবো। এই ভয়াবহ পরিণতির জন্য বিএনপি-জামায়াত ও শিবির চক্র দায়ী।

ছাত্র আন্দোলনের আড়ালে নাশকতা ও ধ্বংসযজ্ঞে যারা বেপরোয়া হয়ে উঠেছে তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত ও নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, শনিবার বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির মিছিল থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রামের জননন্দিত সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসভবন, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগ ও হামলা এবং চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর বাসবভনে হামলার ঘটনা ঘটে।

তবে হামলার এ দায় দুষ্কৃতকারীদের ওপর বর্তিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: