Cvoice24.com

‘জরুরি কাজে’ ঢাকায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ৪ আগস্ট ২০২৪
‘জরুরি কাজে’ ঢাকায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ঢাকায় জরুরি কাজে যাওয়ার জানান দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এ বার্তা দেন। 

রোববার (৪ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি জরুরি কাজে ঢাকায় আছি, ভালো আছি। নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো।

এসময় তিনি গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আস্থা রাখার আহ্বান জানান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: