Cvoice24.com

যুবদলের কেউ অপকর্ম করলেই কঠোর ব্যবস্থা : চট্টগ্রামে কেন্দ্রীয় সভাপতি মুন্না

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৪
যুবদলের কেউ অপকর্ম করলেই কঠোর ব্যবস্থা : চট্টগ্রামে কেন্দ্রীয় সভাপতি মুন্না

যুবদলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এমন দুস্কৃতকারীদের ঠাঁই যুবদলে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন।’

তিনি আরো বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা মেনে বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের পাশে থেকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। আগামীতে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। সেই লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মী এখন থেকে যার যার অবস্থানে কাজ চালিয়ে যেতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে করে জনগণের মনে কষ্ট লাগে।’

বিএনপির রাজনীতিতে যুবদল সবসময় বড় ভূমিকা পালন করছে জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে বসে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, দল পরিচালনা করছেন। তিনি বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।’

চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নোয়াখালী সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, কক্সবাজার জেলা সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল, লক্ষীপুর জেলা আহ্বায়ক রেজাউল করিম লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. শাহাজাহান, উত্তর জেলা সভাপতি হাসান মো. জসিম, খাগড়াছড়ি জেলা সভাপতি মাহবুবুল আলম সবুজ, ফেনী জেলা সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ।

সভায় আরো বক্তব্য দেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন মাসুম, রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী ও সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, লক্ষীপুর জেলা সদস্য সচিব আব্দুল হালিম হুমায়ূন, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী ও ফেনী জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। 

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘স্বৈরাচারের পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।’

মুহাম্মদ শাহেদ বলেন, ‘ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়েছে, এই ছবি তোলা বন্ধ করতে হবে আমাদের। যাদেরকে আমরা অসময়ে পায়নি তারা আজ ছবি তোলার কাজে ব্যস্ত। যুবদল সব সময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: