নগর কৃষকদলের নেতৃত্বে আলমগীর-সাবের
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম নগর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আলমগীরকে আহ্বায়ক ও সাবের আহমেদ টারজেনকে সদস্যসচিব করে ৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রেজা রাজু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মোশাররফ উদ্দিন খালেদ, মো. সেকান্দর, মো. শাহ আলম।