Cvoice24.com

রাউজান সন্ত্রাসমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন নতুন ওসি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪
রাউজান সন্ত্রাসমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন নতুন ওসি

চট্টগ্রামের রাউজান থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাত করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, আনোয়ার শাহ ও আব্দুর শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তছলিম উদ্দিন ইমন, সহ সম্পাদক ছোটন আজম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মুরাদ, নাজিম উদ্দিন, আব্দুল হালিম, ইলিয়াস তালুকদার, লিমন চৌধুরী বাপ্পা, জীবন, সাজ্জাদ, কামাল, পারভেজ, রেজাউল করিম টিটু, মোহাম্মদ আজিজ প্রমুখ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর হাবিব রাউজানে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। রাউজান সন্ত্রাসমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: