ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : শাহজাহান চৌধুরী
সিভয়েস২৪ ডেস্ক
পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ফ্যাসিবাদের জুলুমের কবলে পড়েছিল আমাদের প্রিয় বাংলাদেশ। ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী ও তাদের দোসররা ছাড়া সকল শ্রেণিপেশার মানুষ বিভিন্নভাবে অধিকারবঞ্চিত হয়েছে। শ্রমিকরা সন্ত্রাস, চাঁদাবাজি, প্রশাসনিক হয়রানি ইত্যাদিতে নিষ্পেষিত হয়েছে। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-কুরবানি ও হাজারো শাহাদাতের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।’
শ্রমিক কল্যাণ ফেডারেশন নগরের চকবাজার থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব বলেন। চকবাজার থানা সভাপতি আনোয়ার হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় সম্মেলন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, চকবাজার থানার প্রধান উপদেষ্টা আহমদ খালেদুল আনোয়ার, মহানগর সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আদিল, শিক্ষাবিদ আব্দুল আজিজ মু শোয়াইব ও উপদেষ্টা মাওলানা আবুল ফয়েজ।
এস এম লুৎফর রহমান বলেন, ‘সততা ও দক্ষতার গুণে গুণান্বিত মানুষ দেশের ও সমাজের সম্পদ। একটি সমৃদ্ধ দেশ ও সুন্দর সমাজ গঠনে সৎ ও দক্ষ মানুষ গড়ার বিকল্প নেই। শ্রমিক-মেহনতি মানুষকে ইসলামী আদর্শের আলোকে সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শ্রমিক পরিবারের সন্তানদের মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। ফেডারেশনের প্রত্যেক নেতাকর্মীকে ইসলামী শ্রমনীতির একেকজন প্রচারক হিসেবে ভূমিকা রাখতে হবে।’
সম্মেলনে আরো বক্তব্য দেন চকবাজার থানার সহ-সভাপতি আবদুল কাদের, শ্রমিক নেতা মুহাম্মদ আরাফাত হোসেন, আবদুর রহিম, তৌহিদুল ইসলাম প্রমুখ।