সীতাকুণ্ডে ইউপি সদস্য-ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য রেদোয়ান উদ্দিন সায়মন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় হামলায় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই দুই বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— আসলাম, জুনাইদ সাইদ এবং নাজিম। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
সলিমপুর ইউনয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রিদুয়ান উদ্দিন সাইমন সিভয়েস২৪’কে বলেন, ‘সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদসহ ৭০ থেকে ৮০ জন আমার বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে হকস্টিক, লোহার রড এবং ধারালো অস্ত্র ছিল। আমি বাড়িতে ছিলাম না। সেখানে আমার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী এবং ছোট দুই সন্তান রয়েছে। তারা এ ঘটনায় খুবই আতঙ্কিত।’
সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিএনপির মহিউদ্দিন এবং ছাত্রদলের শাহেদের নেতৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ফয়সাল, সাইফুল, সাইমুনসহ ৭০ থেকে ৮০ জন আমার বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে হামলা চালাতে যায়। সেসময় আমার পরিচিত কিছু মানুষ বাধা দিতে চাইলে তাদেরকে বেধড়ক মারধর করে আহত করে তারা। এরপর আমার বাড়িতে গিয়ে জানালা, দরজা, বিদ্যুতের মিটার— এসব ভাঙচুর করে। আমি বাড়িতে ছিলাম না। কিন্তু তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।’
তিনি বলেন, ‘ভাঙচুরের সময় আমি সেনাবাহিনীর হটলাইন নম্বরে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা রিসিভ করেনি। ঘরে ৬৫ বছর বৃদ্ধ আম্মা ছিল। তিনি খুবই আতঙ্কিত। এদিকে আমরা পরিবার ছাড়া হয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। যারা আজ হামলা করেছে তারা সবাই আসলাম চৌধুরীর মানুষ।’
হামলার অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সিভয়েস২৪’কে বলেন, ‘আমিতো এ বিষয়ে কিছুই জানি না। তবে খবর পেয়েছি যারা হামলা করেছে তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল। আর তেমন ভাঙচুর করা হয়নি ওদের বাড়ি, আমি খবর নিয়েছি।’
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।