‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না’
সিভয়েস২৪ ডেস্ক
আওয়ামী লীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, ‘গত ১৭ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো। কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো।’
মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌর এলাকায় এবারের দুর্গাপূজার মণ্ডপে শৃঙ্খলায় নিয়োজিতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর হেলাল আরো বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করি না, সবার পরিচয় বাংলাদেশি।’
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অহিদুল আলম অহিদ, এম এ শুক্কুর, আবদুল মান্নান দৌলত, সাহেদুল আজম, আকবর আলী প্রমুখ।