‘নীরবে’ ১২তম মৃত্যুবার্ষিকী
‘বাবু মিয়ার’ কবরে নামছাড়া ফুলের ডালা
জাহিদ হৃদয়, আনোয়ারা
আখতারুজ্জামান চৌধুরী বাবু। দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে ‘বাবু মিয়া’ নামে সমাদৃত। আমৃত্যু ছিলেন আওয়ামী লীগের প্রতাপশালী নেতা। তাঁর মৃত্যুবার্ষিকী ঘিরে এক মাস আগেই ব্যানার পোস্টারে ঢাকা পড়তো পুরো চট্টগ্রাম। সপ্তাহব্যাপী শোকবার্তায় ভরপুর থাকতো পত্রিকার ভেতরে-বাইরে প্রায় পুরো পাতা। মাসব্যাপী মিটিং মিছিল কতো কি! তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর এবার তেমন কোনো আয়োজন নেই। কবরে রাখা হয়েছে নামছাড়া ফুলেল শ্রদ্ধার ডালা।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৪ নভেম্বর)। ২০১২ সালে মৃত্যুবরণ করার পর আওয়ামী লীগের ক্ষমতাবিহীন এটি প্রথম মৃত্যবার্ষিকী।
সোমবার আনোয়ারা উপজেলার হাইলধরে আওয়ামী লীগের সাবেক এই প্রভাবশালী সংগঠকের কবরে এসে দেখা গেছে, একেবারে শুনশান নীরবতা। আগের মতো কোনো মিছিল-মিটিং নেই, নেই কোনো নেতাকর্মীদের আনাগোনা। নামছাড়া একটি ফুলের তোড়া রাখা কবরে। কে বা কারা এই দুর্দিনে এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জানেন না স্থানীয়রাও।
এদিকে বাবপুত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অর্থপাচারে সম্প্রতি বেশ আলোচনায়। তিনিসহ পরিবারের সবাই পলাতক। তবে পত্রপত্রিকায় পরিবারের পক্ষে এবং তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের নামে দুটি বিজ্ঞাপন চোখে পড়েছে।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার থেকে আজ (সোমবার) পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কোরআন করা হয়েছে। এছাড়া আর কোনো আয়োজন নেই। সকালে কর্ণফুলী থেকে কয়কেজন নেতাকর্মী এসে জিয়ারত করে চলে গেছেন। এরপর স্থানীয়রা পৃথক পৃথকভাবে এসে জিয়ারত করে যাচ্ছেন।