Cvoice24.com

এলডিপির পতাকাতলে সবাই সমবেত হোন : কর্নেল অলি

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ৪ নভেম্বর ২০২৪
এলডিপির পতাকাতলে সবাই সমবেত হোন : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীর বিক্রমের সাথে দেখা করেছেন দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভার একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি এম এয়াকুব আলী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অলি আহমেদের অফিসে তারা বৈঠক করেন।

এ সময় কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘সব মতভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পটিয়ায় এলডিপিকে সাংগঠনিকভবে শক্তিশালী করতে হবে।’ তিনি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দল এলডিপির পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি দলে আরো ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি এম মনসুর আলম, পৌর এলডিপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, উপজেলা এলডিপির সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌর এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আমির ও শাহ আলম, উপজেলা এলডিপি নেতা আবদুর রশিদ, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: