Cvoice24.com

দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন এয়াকুব আলী 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৫ নভেম্বর ২০২৪
দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন এয়াকুব আলী 

শিল্পপতি এম এয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। সোমবার (৪ নভেম্বর) রাতে এলডিপির অতিরিক্ত দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এড.কফিল উদ্দিন চৌধুরীকে জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। এমতাবস্থায় দলের গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১ নভেম্বর হতে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম এয়াকুব আলীকে দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশক্রমে পত্রটি জারি করা হলো। 

এদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি এম এয়াকুব আলী বলেন, ‘এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই আজ অবধি আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমার ওপর আস্থাশীল হয়ে দলের প্রেসিডেন্ট দক্ষিণ জেলার দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা দক্ষতা এবং নিষ্ঠার সাথে পালন করবো। একই সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করতে সবাইকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: