পটিয়া-কর্ণফুলীতে বিএনপির সমাবেশ-শোভাযাত্রা
‘ভারতে পালানো হাসিনা এখনো উঁৎপেতে আছে’
সিভয়েস২৪ ডেস্ক
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমাবেশ ও শোভাযাত্রা বের করেছে।
বৃহস্পতিবার বিকেলে পটিয়া সরকারি কলেজ গেটে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে শোভাযাত্রা মহাসড়কের ইন্দ্রপুল গিয়ে শেষ হয়।
পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এনামুল হক এনাম। বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মাঈনুল আলম ছোটন, মফজল আহমদ, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, যুবদল নেতা শাহজাহান চৌধুরী প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ভারতে পলাতক খুনি হাসিনা ও ফ্যাসিবাদীর দোসররা এখনো উঁৎপেতে আছে। এজন্য জাতীয়তাবাদী শক্তিকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদীরা যেখানেই মাথা তুলে দাঁড়াবে সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে। তারা যেন আর দেশে নৈরাজ্য ও অপশক্তির বীজ বপন করতে না পারে, সে বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে।
শিকলবাহা ক্রসিং এলাকায় শোভাযাত্রা-সমাবেশ
এদিকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় ‘বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি শোভাযাত্রা ও সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাহবুবের রহমান শামীম।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফায়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মো: ওসমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, আবু তৈয়ব কনন্ট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর, ইদ্রিস হায়দার, এটিএম হানিফ, কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, আবু তাহের, মনির উদ্দীন মুন্সি, এস এম ফারুক হোসেন, মো: সালাউদ্দিন, সেলিম খান প্রমুখ।