Cvoice24.com

নগর ছাত্রশিবির উত্তরের সীরাত অলিম্পিয়াড

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ৮ নভেম্বর ২০২৪
নগর ছাত্রশিবির উত্তরের সীরাত অলিম্পিয়াড

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সীরাত অলিম্পিয়াড’২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) নগরের ৩টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীদের নিয়ে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী। এসময় তিনি শিক্ষার্থীদের জীবনকে রাসুলুল্লাহর সীরাতের সমন্বয়ে গড়ে তুলতে এই প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ছাত্রশিবিরের এসব প্রতিযোগিতা আগামীতে আরো সুন্দর ও ব্যাপকভাবে আয়োজন করার আহবান করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম, সাবেক সভাপতি আ ম ম মাশরুর হোসাইন, আমান উল্লাহ আমান, আ ন ম যুবায়ের, মহানগর সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: