দাওয়াত দেওয়ার পরও নাম ছিল না অতিথি তালিকায়
ইউনূসের জাতীয় সংলাপের ‘দুয়ার’ থেকে ফিরে গেলেন কর্নেল অলি
সিভয়েস২৪ ডেস্ক
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় সংলাপের দুয়ার থেকে ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে যান অলি আহমদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান মঙ্গলবার রাতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য দাওয়াত দেন। তবে অতিথি তালিকায় নাম না থাকায় তিনি আর ভেতরে প্রবেশ করেননি।
পরে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে যান। এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।
এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখা হয়নি সেটা সরকার ভালো বলতে পারবে বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন।