ওয়ার্ড থানা পর্যায়ে কমিটি শেষে নগর বিএনপির কাউন্সিল
সিভয়েস২৪ প্রতিবেদক
তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ে কাউন্সিল-কমিটি গঠন শেষে চট্টগ্রাম নগর বিএনপির কাউন্সিল করার ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম নগর বিএনপির সাংগঠনিক সভার উদ্বোধনী বক্তব্যে কাউন্সিল নিয়ে তিনি এমন ইঙ্গিত দেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘চট্টগ্রাম নগর বিএনপিকে পুনর্গঠন করার জন্য যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে; সেটি তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ে কাউন্সিল করেই নগরের কাউন্সিল করবে।’
কমিটিতে পুরো ইউনিটের মতামতকে প্রাধান্য দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কোথাও অগণতান্ত্রিকভাবে মনোনীত কোনো কমিটি হবে না। কমিটি হবে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে এবং সকলের ভোট ও পুরো ইউনিটের মতামতের মাধ্যমে। আগে যেমন ছিল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক মতামত দিতেন; এখন আর তেমন হবে না। ইউনিটের প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে নেতা নির্বাচনের জন্য।’
নির্বাচন নিয়ে আহমেদ আজম বলেন, ‘সরকারের ভেতরে এবং বাইরে কিছু ঘাপটি মেরে থাকা লোক জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে চাচ্ছে। নানা সংস্কারের কথা বলে এবং বিভিন্ন আপত্তি তুলে নির্বাচনকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে’।
গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়েছে; তখনই বিএনপি পুনরুদ্ধার করার চেষ্টা করেছে জানিয়ে আহমেদ আজম খান বলেন, ‘বিএনপি দেশের অনুষ্ঠিত যত নির্বাচনে অংশ নিয়েছে; তার বেশিরভাগ নির্বাচনে অত্যন্ত কৃতিত্বের সাথে জয়লাভ করেছে জনগণের ভোটে। জনগণ বিএনপির প্রতি বিশ্বাস রেখেছে আর বিএনপি প্রতিবারই জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে চেষ্টা করেছে। গণতন্ত্র যখনই বারবার মুখ থুবড়ে পড়েছে; তখনই এই বিএনপি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে একবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একবার এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সফল সংগ্রামে জাতিকে এ গণতন্ত্র পুনরুদ্ধার করে জাতির অধিকার, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে।’
একটি মহল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজম বলেন, ‘একটি মহল, একটি গোষ্ঠী ৫ আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে, কৃতিত্ব তারা নিজেরা নিয়ে নিতে চাইছে। গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামকে জনগণের কাছে ভুলিয়ে দিয়ে, শুধু কয়েকদিনের আন্দোলনকে সামনে টেনে এ দীর্ঘ আন্দোলনের ফসল গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা বিএনপি এ কৃতিত্ব একা নিতে চায় না; এ কৃতিত্ব বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্র জনতার। কিন্তু কেউ যদি কৃতিত্ব নিতে চান তাহলে আগের সেই দৃষ্টান্তকরই মনে করিয়ে দিবে। এটা তাদের মনে রাখা উচিত।’
আগে সংসদ নির্বাচন এরপর অন্য নির্বাচন উল্লেখ করে আজম খান বলেন, ‘যারা জনগণের আশা-আকাঙ্ক্ষার সংসদ নির্বাচন বাদ দিয়ে কলেজ, ভার্সিটি বা স্থানীয় নির্বাচনের চিন্তা করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছেন; তারা সঠিক পথে আসুন। পত্রিকায় দেখি ডাকসু নির্বাচনের কথা। দেশের মানুষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও ভোট দিতে পারেনি। দেশের মানুষ মুখিয়ে আছে তাদের নির্বাচিত সংসদীয় সরকারের জন্য। তাই আগে সংসদ নির্বাচন এরপর অন্য নির্বাচন।’
‘আন্দোলন সংগ্রামের দল বিএনপি। জনগণের ভোটের জন্য বিএনপি প্রয়োজনে রাস্তায় নামবে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপি বারবার অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেছে। এবারো তারেক রহমানের নেতৃত্বে সেই ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ’ —যোগ করেন তিনি।
সভার প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে শারীরিকভাবে অসুস্থ দেখা যায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘তারেক রহমান নির্দিষ্ট করে বলেছেন— এই চট্টগ্রাম বিপ্লবী সূর্য সেনের। সুতরাং গণতন্ত্র রক্ষায় চট্টগ্রামকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে।কোনো অশুভ শক্তি দেশের গণতন্ত্র হত্যার চেষ্টা করলে, তা রুখে দিতে হবে। এই দায়িত্ব চট্টগ্রাম মহানগর বিএনপিসহ সবশ্রেণির নেতাকর্মীর।’
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, বিভাগীয় শ্রমিক দল নেতা এ এম এম নাজিম উদ্দিন প্রমুখ।
সিভয়েস২৪/মিমু
- ভিডিও : চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভা...