Cvoice24.com

বিএনপি দক্ষিণের কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় আনন্দ মিছিল

প্রতিনিধি, সিভয়েস২৪
২৩:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৫
বিএনপি দক্ষিণের কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় আনন্দ মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়া সদরে বর্ণাঢ্য মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলা সদরে এ মিছিল করেন তারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক, আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম প্রমুখ।