Cvoice24.com

আগামী বছর এপ্রিলের মধ্যে ৭ কোটি ভ্যাকসিন আসবে : নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৮ জুলাই ২০২১
আগামী বছর এপ্রিলের মধ্যে ৭ কোটি ভ্যাকসিন আসবে : নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের ৮০ শতাংশ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে আগামী ২০২২ সালের এপ্রিলের মধ্যে মোট ৭ কোটি ভ্যাকসিন আনা হবে। চলতি জুলাই মাসে আসবে অক্সফোর্ডের ৫০ লাখ ভ্যাকসিন । পরের মাস অর্থাৎ আগস্টের মধ্যেই দেশে ২ কোটি ভ্যাকসিন আসবে। কিন্তু সরকারের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে দল মত নির্বিশেষে সবাইকে এই কর্মযজ্ঞে একাত্ম হতে হবে। টিকা গ্রহণের প্রথম শর্ত নিবন্ধন করা। নানা সীমাবদ্ধতার কারণে এই নিবন্ধন কার্যক্রম অনেকেই করতে পারছেন না। তাই আওয়ামী লীগ,বিভিন্ন সামাজিক সংগঠন বিনামূল্যে সাধারণ জনগণকে এই নিবন্ধন বিনামূল্যে করানোর উদ্যোগ বাস্তবায়ন করছে। এটিই জনসেবা। এটিই সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা।

রবিবার (১৮ জুলাই) পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ পর্যন্ত দেশের ১ কোটি ৪ লাখ ১৩ হাজার ৭০৬ জন মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৬০১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৫৩ জন,  ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ২৯ হাজার ৮৫২ জন। গত ১৪ জুলাই থেকে গণটিকা কার্যক্রমের আওতায় মডার্নার টিকা প্রদান করা হচ্ছে। 

পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্ব অনুষ্ঠানে খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হিরণ, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কায়সার মালিক, সহ-সভাপতি নাদিরা সুলতানা হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকবর হোসেন, আবদুল মতিন, মো.নূর হোসেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দেলোয়ার হোসেন কিরণ, আকরাম হোসেন, সঞ্জয় কুমার, আবদুল হান্নান হীরা, মোক্তার, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, বেলাল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে, আজ ১৮ জুলাই বিকালে কাজীর দেউড়িস্থ সিডিএ মার্কেট চত্বরে সামাজিক সংগঠন জাগরণ সংঘের উদ্যোগে করোনা টিকাপ্রাপ্তির ফ্রি নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংগঠনের সভাপতি মহিন উদ্দিন তুষারের সভাপতিত্বে মো. নূর হাসিব ইফরাজের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মো. এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চকবাজার থানা আওয়ামী লীগ সহ-সভাপতি হারুনুর রশিদ, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান বাচ্চু, কাজীর দেউড়ি মহল্লা কমিটির সর্দার সেকান্দর কবীর, আবদুল জলিল, আহিল সিরাজ, মো. জাহেদ রাজু প্রসিন, মিন্টু দাশ, সুজন, আবুল হাশেম, আবুল হাসনাত সুজন, জাহাঙ্গীর আলম, জাগরণ’র সদস্য রকি, আশরাফ, অভি, শীতল, সাগর, অজয়, মাহাদী, সুমন, রিদুয়ান, অয়ন, আক্তার, বিজয়, সাগর, জনি, মেহরাজ, রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়