Cvoice24.com

পুরস্কার পেলেন ফটোসাংবাদিক মোহাম্মদ শাহজাহান

প্রকাশিত: ১৭:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২১
পুরস্কার পেলেন ফটোসাংবাদিক মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশ পর্যটন বোর্ডের ছবি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির ফটোসাংবাদিক মোহাম্মদ শাহজাহান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
   
বান্দরবানের চিম্বুক উপজেলার দুর্গম ম্রো পাড়ার সুউচ্চ পাহাড়ে কঠোর পরিশ্রম করে ফলানো  জুম চাষের ধান, ভুট্টা, মারফা, পেঁপে, কলা আহরণ করছে একদল পাহাড়ি কৃষাণী। একইসাথে পাহাড় থেকে দূরে কোনো এক পাড়ায় ঝুম বৃষ্টি নামার অপূর্ব  দৃশ্য ছবিতে ভিন্ন মাত্রা যোগ করে অসাধারণ ছবিতে পরিণত হয়েছে। চট্রগ্রামের ছেলে শাহজাহানের তোলা এই ছবিটি এইবারের পর্যটন বোর্ড কর্তৃক আয়োজিত বিউটিফুল বাংলাদেশ শিরোনামের ছবি প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান লাভ করে।  

উল্লেখ্য, মোহাম্মদ শাহজাহান এই পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২৫ টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন।  তিনি খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকীর ফটো আর্ট ইনস্টিটিউটের ছাত্র।

সর্বশেষ

পাঠকপ্রিয়